নির্বাহী সম্পাদকের দায়িত্ব নিলেন মৌসুমী

সাপ্তাহিক ম্যাগাজিন “ভিশন ২০২১”-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী। এ সময় তিনি জানান, সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালোলাগা আরও বেশি। আর মিডিয়া সমাজের আয়না। আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই। এর আগে ‘ইয়েসনিউজবিডিডটকম’ নামে একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

সাপ্তাহিক ম্যাগাজিন ভিশন ২০২১ সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন মঙ্গলবার মৌসুমীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে বলেন, চিত্র নায়িকা মৌসুমীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সাপ্তাহিক ম্যাগাজিন ভিশন ২০২১ একটি মাইলফলক অতিক্রম করতে চলেছে।

আশাকরি, আমাদের সাপ্তাহিক ম্যাগাজিনটি মানুষ নতুনভাবে চিনবে।

চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সময় তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন বিশেষ প্রতিবেদক আবদুল্লাহ আল মামুন খান, সিনিয়র সাংবাদিক মো. শাহ্ মহিউদ্দীন (শাহীন), অনলাইন ইনচার্জ বখতিয়ার উদ্দিন জন ও প্রযোজক পরিচালক জাহিদ হোসেনসহ আরো অনেকে।

মৌসুমীকে শুভেচ্ছা জানিয়ে ওমর সানী বলেন, মৌসুমীর সঙ্গে পরিচয় হবার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন।