অস্ত্রসহ সন্ত্রাসী লিটনের ছবি ভাইরাল

পেকুয়া প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় জমি জবর দখল করতে ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতংক সৃষ্টির অভিযোগ ওঠেছে লিটন বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় অস্ত্রহাতে লিটন বাহিনীর প্রধান বাহাদুর হেলালী লিটনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তাকে দ্রুত গ্রেফতারের দাবী উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। রবিবার (২২ আগষ্ট) সকাল ৭ টার দিকে উপজেলার পেকুয়া সদর ইউপির রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে অস্ত্রহাতে ছবি ভাইরাল হওয়ার পর পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেফতারে সম্ভাব্যস্থানে অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছে নাম প্রকাশ না করার শর্তে থানার এক কর্মকর্তা। পেকুয়া সদর পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়া এলাকার মৃত সিরাজ আহমদের ছেলে আবু ছৈয়দ বলেন, দীর্ঘ কয়েকযোগ ধরে আমরা বংশপরম্পরা ক্রয়কৃত জমি ভোগদখল করে আসছি। ইতোমধ্যে ওই জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন একই এলাকার আফতাব উদ্দিনের ছেলে আমির খসরু চৌধুরী রাসেল। রবিবার সকালে আমরা কামলা নিয়ে ধান রোপন করতে গেলে ৭টার দিকে রাসেলের ভাড়াটি লিটন বাহিনীর প্রধান বাহাদুর হেলালি লিটনসহ সংঘবদ্ধ একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এমনকি ফাঁকা গুলিবর্ষণ করে আতংক সৃষ্টি করে। বিষয়টি আমরা তাৎক্ষনিকভাবে থানা প্রশাসনকে অবগত করলে দ্রুত ব্যবস্থা নেন তারা। এছাড়াও অস্ত্রসহ সন্ত্রাসী লিটনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিকে সন্ধ্যায় স্থানীয় এক প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সন্ত্রাসী লিটনসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। পেকুয়া থানার এসআই মিন্নত বলেন, জমি বিরোধ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করি। অস্ত্রসহ ভাইরাল হওয়া যুবককে গ্রেফতার করতে প্রশাসন তৎপর রয়েছে।