চুরি হওয়া ১৪ লাখ টাকার মধ্যে সাড়ে ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে জড়িত ২জনকে।
রোববার (১৮ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার দুইজন হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি এলাকার মোহন মিয়ার ছেলে মো. দুলাল (৩৩) ও একই এলাকার শাহ আলমের ছেলে মো. আমির হোসেন (৩০)।