শোক দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার আলোচনা

জাতীয় শোক দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার আলোচনা সভা অনুষ্ঠিত। কমরেড মৃনাল চৌধুরীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন সিপিবি চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক অশোক সাহা, প্রদীপ ভট্টাচার্য, জাবেদ চৌধুরী, রবিউল হোসেন, গোরাংগ দাশ, অজয় রায়, অমিতাভ সেন, সেকায়েত উল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন বঙ্গবন্ধুকে হত্যা করে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তি পটপরিবর্তন ঘটিয়ে মুক্তিযুদ্ধের ধারায় অগ্রগতির পথকে উল্টে দিয়েছিল। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দেশ এখনো উল্টো পথেই চলছে।
বক্তারা আরও বলেন, সমাজতন্ত্র ও অসাম্প্রদায়িকতাকে বর্জন করে সাম্রাজ্যবাদী ও সাম্প্রদায়িকতাকে পোষণ করছে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার হলেও হত্যাকাণ্ডের পেছনের রাজনৈতিক ষড়যন্ত্র উদঘাটন ও ষড়যন্ত্রকারীদের বিচার হয়নি। এ বিচার না হলে ইতিহাসের কলঙ্কমুক্তি হবে না। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।