বাবুল আবারও উপজেলা চেয়ারম্যান

লোহাগাড়া উপজেলার পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল রাজনীতি শুরু করেন জাতীয় পার্টি দিয়ে। এরপর বিএনপি হয়ে এলডিপির রাজনীতি করেন তিনি। ছিলেন উপজেলা এলডিপির সভাপতিও।

এ ছাড়া জামায়াতের সমর্থন নিয়ে ইউনিয়ন ও উপজেলা পরিষদ চেয়ারম্যানও নির্বাচিত হন তিনি।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এম ইব্রাহিম কবির (টিউবওয়েল) মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আকতার (কলসি) নির্বাচিত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই উপজেলায় ভোটগ্রহণ হয়