আপনার সামস্য সহায়তা বাঁচিয়ে দিবে আমার সহপাঠীর জীবন

ফারজানা অভি, আমার বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী ।ঢাকা বিশ্ববিদ্যালয় , অর্থনীতি বিভাগে আমরা একই সাথে ছিলাম।
পরবর্তীতে অভি BCS এর শিক্ষা cadre এ join করে এবং শিক্ষকতা কে পেশা হিসেবে বেছে নেয়।
অভীর বর ঢাকা ব্যাংকে চাকুরী করে। তাদের দুটি সন্তান সহ সাজানো গোছানো সুন্দর ছোট্ট সংসার।
ক্ষণিকের এই পৃথিবী তে কি কোনোকিছুই guaranteed না, একমাত্র মৃত্যু ছাড়া !!!!! কেন বলছি-
তাহলে আজ আমার কাছে, আমারই বয়সী , আমার এই সহপাঠীর গল্প শুনুন। পুরোটা পড়বার অনুরোধ রইলো।
হঠাৎ-ই অভির ব্রেইন টিউমার ধরা পড়ে। এবং সেটা ধরা পড়ে একদম stage-4 এ এসে। এর আগে তার সেরকম symptoms ও ছিলো না।
মাঝেমাঝে একপা অবশ হয়ে আসতো। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানা গেলো যে ,তার ব্রেইনে টিউমার বাসা বেঁধেছে । ডাক্তাররা তার সার্জারি যতটা দ্রুত সম্ভব করতে বলে । তার সার্জারিও যথা সময়ে দ্রুততার সাথে করে ফেলা হয় । বাংলাদেশে সব টেস্ট করে জানা যায়, তার আর টিউমার এর অস্তিত্ব নেই।
স্বস্তি, শান্তি এবং চোখে বেঁচে থাকার নতুন স্বপ্ন নিয়ে অভি আবারও তার জীবন যাত্রা শুরু করে।
কিছুদিন পর ইন্ডিয়াতে ফাইনাল ফলোআপ এর জন্য গেলে আবারও অস্তিত্ব মেলে তিন তিনটি টিউমারের এবং জানা যায় তার টিউমারের উৎস হচ্ছে breast থেকে। দু:খজনক হোলেও সত্য, তার টিউমার এর ধরণ এবার নির্ধারিত হয় Metastasis বা Metastatic form এ।
ডক্টরস দের পরামর্শ মতে এখন আর তার সার্জারি সম্ভব নয়। তাকে নিয়মিত কেমোথেরাপি নিতে হবে। এবং সেটা ২১ দিন পর পর। যতদিন বেঁচে থাকবে,ততদিন।
প্রতিমাসে অভির চিকিৎসা এবং ওষুধ বাবদ খরচ প্রায় ২.৫ লক্ষ টাকা। একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এই পরিমাণ অর্থ সংকুলান ,সত্যিই ভীষণ কষ্টকর ।
তারপরও মানুষ লড়ে যায়। লড়ে যায় বাঁচার আশায়। অভির বাচ্চা দুটির মুখের দিকে তাকালে কত কি মাথায় খেলে যাচ্ছে। জানি না, আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করছে।
চারপাশে আজ কেবলই হাহা-কার, দু:সংবাদ……. । মনটা শত চেষ্টা করেও যেন ভালো রাখাটাই দায়।
অভির আত্মীয়,স্বজন, বন্ধু, সহকর্মী , সহপাঠী , পরিচিত যে যেখানে আছে সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করছে। এবং সাহায্য চাইছে যার যার circle, surroundings থেকে।
আমার প্রোফাইলে যারা আছেন, তাদের মাঝ থেকে ৫ জন-ও কি অভির সাহায্যে এগিয়ে আসবেন না…..!!!!!
আজ আমি আপনাদের সকলের কাছে এই মিনতি নিয়েই এসেছি।
আমরা কি পারিনা, আমাদের যার যা আছে, যতটুকু ইচ্ছা করে, ততটুকুন দিয়েই এই মেয়েটার পাশে দাঁড়াতে……
বাচ্চা দুটি কি এই বয়সেই মা হারা হবে!!!!
আমরা আমাদের হাত প্রসারিত করি অভির দিকে। বাঁচিয়ে তুলি একটি মেয়ে, একজন মা কে।
এখানে এমন সহৃদয়বান অনেকেই আছেন বলে আমার বিশ্বাস
যে যা পারি, যতটুকু পারি, সাহায্য করি।
অভীকে সহযোগিতা করতে পারেন-
Account Name- Farzana Ovi
A/C No- 115912133017995
Bank Name- Mercantile Bank Limited
Branch- Dholaikhal, Dhaka
Routing No- 140271841
বিকাশ/ রকেট/ নগদ- 01757136426 (অভীর হাজব্যান্ড)
বিকাশ ঃ 01920706410 ( ফারজানা অভী)
আমাদের একটু চেষ্টায় ফিরতে পারে একটি পরিবারের প্রাণ, দুটি সন্তানের মা এর জীবন।আবারও ফুটতে পারে হাসি তাদের মুখে।
যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন।
পারলে অনুগ্রহ করে শেয়ার করুন এই পোস্টটা