বিধবা নারীর জমি জবর দখল করে ঘর নির্মাণ

পেকুয়া প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় শওকত আরা বেগম প্রকাশ পাখী (৩৮) নামে এক বিধবা নারীর জমি জবর দখল করে ঘর তৈরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল ভোরে উপজেলার সদর ইউপির পূর্ব বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শওকত আরা বেগম বাদী হয়ে একই এলাকার মৃত খুইল্যা মিয়ার ছেলে জহির আহমদ(৫৫) তার ছেলে আমান উল্লাহ (৩০) ও পশ্চিম বাইম্যাখালী এলাকার জাকের হোছাইনের ছেলে নুরুল আবছার (৪০) সহ আরো ১০/১৫ জনকে বিবাদী করে থানায় অভিযোগ দেন। লিখিত অভিযোগ বিধবা নারী বলেন, বিবাদী নুরুল আবছার নেতৃত্বে জহির আহমদ ও আমান উল্লাহসহ একটি সন্ত্রাসী ও দখলবাজ আমার ক্রয়কৃত জমি ভোরের দিকে দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত ভিটার সীমানায় দেয়া ঘেরা ভাংচুর করে প্রবেশ করে জমি জবর দখল করে ঘর নির্মাণ করে। ওই সময় অভিযোগের বাদী এমন কর্মকান্ডের কারণ জানতে চাইলে, নুরুল আবছার দৌড়ে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে যেখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেন। এমনকি বাড়াবাড়ি করলে প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। শওকত আরা বেগম বলেন, উপরে উল্লেখিত বিবাদীগণ সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও খারাপ প্রকৃতির লোক। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চাঁদাবাজি ও জবর দখলের মামলা রয়েছে। তারা যখন আমার ক্রয়কৃত ভোগদখলীয় জমি জবর দখল করার হুমকি দিয়ে আসছিল তখন বিজ্ঞ আদালতে গিয়ে এমআর মামলার অনুকূলে ১৪৪ ধারামতে আবেদন করি। তারপরও ওই সন্ত্রাসীরা আমি বিধবা অসহায় নারীর জমি জবর দখল করে ঘর নির্মাণ করেছে। ঘর নির্মাণের পর পেকুয়া থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও থানার কথা অগ্রাহ্য করে যাচ্ছে জবর দখলকারীরা। থানা প্রশাসনের প্রতি অনুরোধ এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে আমার জায়গা মুক্ত করে দেয়া হউক।