উখিয়ায় প্রায় তিন কোটি টাকা মুল্যের ৩৩টি সোনার বারসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি সোনার বারসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৩৪ বিজিবি। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তমব্রু বিওপির সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধ তুমব্রু সীমান্তের শূন্য রেখার কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত ফজর আহম্মদের ছেলে মো. জয়নুল আবেদীন (৬৫)।
বিজিবি জানিয়েছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তুমব্রু বিওপির সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি করে তার কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকিয়ে রাখা ৪৭০ ভরি ওজনের মিয়ানমারের ২৪ ক্যারেট/ ৯৯৯.৯৯ পিউর ৩৩টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯১ হাজার ৪০ টাকা।
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক পরিচালক আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে সোনার বার চোরাচালান কাজে জড়িত রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাঁকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।