একে-৪৭ রাইফেল নিয়ে মহড়া দেয়া নারীকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ব্যস্ত একটি সড়কে বিলাসবহুল গাড়িতে করে একে-৪৭ রাইফেল নিয়ে মহড়া দিয়েছেন এক নারী। গত ১১ জুলাই এই ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটির পুলিশ ওই নারীকে খুঁজছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ব্যস্ত একটি সড়কে চলন্ত ক্যাডিলাক গাড়ির জানালা দিয়ে শরীরের অর্ধেক বের করে হাতে একে-৪৭ রাইফেল ধরে মহড়া দিচ্ছিলেন ওই নারী। জনসম্মুখে অস্ত্র প্রদর্শনের জন্য ওই তরুণীকে খুঁজছে পুলিশ।

সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ এই ছবি টুইটারে পোস্ট করেছে। তবে কীভাবে ওই ছবি পুলিশের কাছে গেল জানায়নি পুলিশ।

এদিকে গত বুধবার ফ্রান্সিসকোর পুলিশ ছবির ওই ক্যাডিলাক গাড়ি খুঁজে পেয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

অন্যদিকে, ওই নারী কেন একে-৪৭ রাইফেল হাতে নিয়ে চলন্ত গাড়িতে করে মহড়া দিয়েছে সে ব্যাপারেও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে সান ফ্রান্সিসকো পুলিশ