সারাদেশের ন্যায় উৎসব মুখর করোনা নিচ্ছেন কুতুবদিয়ার মানুষ

লিটন কুতুবী:

কুতুবদিয়া উপজেলায় একযোগে ৬ টি ইউনিয়নে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। ভ্যাকসিনেশন সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত চলবে। সবাইকে এক মাসের মধ্যে ভ্যাকসিন নিশ্চিত করা হবে।

দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রবল আকার ধারণ করেছে৷ দিনদিন মানুষের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে৷ করোনার বিস্তার রোধে মানুষের অবাদ মেলামেশা ও চলাফেরা নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন লকডাউনের আওতায় দেশ। এতে করে অর্থনৈতিক হুমকির মুখে পড়তে যাচ্ছে দেশ ৷ সবকিছু বিবেচনা করে এবার সরকারের সিদ্ধান্ত মানুষকে করোনা থেকে নিরাপদে রাখতে সারাদেশ জুড়ে ইউনিয়ন পর্যায়ে গণ হারে করোনা টিকা প্রদানের৷ সিদ্ধান্ত কার্যকর করতে সারাদেশের ন্যায় কুতুবদিয়ায় শনিবার (৭আগস্ট) ৬টি ইউনিয়নে টিকা কার্যক্রম আরম্ভ করা হয়৷ এতে প্রত্যেকটি ইউনিয়নে ৬০০জন করে মোট ৩৬০০জন মানুষের মাঝে সফল ভাবে টিকা প্রদান করা হয়৷ শনিবার সকাল নয়টায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদে এই গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী৷ এসময় উপস্থিত ছিলেন উঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার মোঃ রেজাউল হাসান, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ৷

এব্যাপারে উঃ পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকারের গণটিকা কার্যক্রমে কুতুবদিয়ার মানুষ দারুণ ভাবে সাড়া দিয়েছে৷ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ৬০০জন করে ছয়টি ইউপিতে মোট ৩৬০০জন মানুষকে সফলভাবে টিকা প্রদান সম্পন্ন হয়েছে, এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই দিনে ৮৪২জন সহ মোট ৪৪৪২ জন টিকা নিয়েছেন আজ৷ পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ফের ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা প্রদান কর্মসূচী অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন৷