অন্তঃসত্ত্বা নারীদের টিকা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত চান হাইকোর্ট

হাইকোর্ট বলেছেন, অন্তঃসত্ত্বা নারীদের টিকা দেওয়ার বিষয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তে আসা প্রয়োজন। এ বিষয়ে পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে যোগাযোগ করতে বলেছেন আদালত। অগ্রাধিকার ভিত্তিতে অন্তঃসত্ত্বা নারীদের করোনার টিকা প্রদানে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আজ সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।
এর আগে ৩১ জুলাই অগ্রাধিকার ভিত্তিতে অন্তঃসত্ত্বা নারীদের করোনার টিকা প্রদানে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে ওই রিট দাখিল করেন চার আইনজীবী। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা আইনজীবীও রয়েছেন। আজ রিটটি শুনানির জন্য ওঠে।