চট্টগ্রামে ভোটের মাঠে তিন সাংবাদিক নেতা

শফিউল আজম, দৈনিক প্রিয় চট্টগ্রাম

ঘনিয়ে আসছে একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে আ.লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবিরাও। এসব পেশাজীবিদের মধ্যে ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্য ও চলচিত্র ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ মনোনয়ন দৌড়ে রয়েছে। পিছিয়ে নেই জাতির বিবেক খ্যাত সাংবাদিকরাও। চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে মনোনয়ন পেতে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে এগিয়ে রয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

এর মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাংবাদিক নেতা, রূপালী ব্যাংকের পরিচালক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবু সুফিয়ান। তিনি ২০০৮ সালেও নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাংবাদিক আবু সুফিয়ান ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ৪ বার রাষ্ট্রীয় সফরে আমেরিকা, ইন্দোনেশিয়া, চীন ও অস্ট্রেলিয়া সফর করেন। নিজ এলাকা সাতকানিয়ায় স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন তিনি।

আরেক সাংবাদিক নেতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) থেকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি বিএনপির কেন্দ্রিয় সহ তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এদিকে সাংবাদিক নেতাদের মধ্যে চট্টগ্রাম-৯ আসন (কতোয়ালী) থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পত্র নিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। সাংবাদিক রিয়াজ হায়দার চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক তিনি। এছাড়া চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়কের দায়িত্বে আছেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলেন রিয়াজ। বর্তমানে বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।