পাঁচলাইশ থানা ছাত্রলীগের ফ্রী ভ্যাকসিন রেজিস্টেশন ক্যাম্প শুরু

প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলছে মহামারি করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম। এই কার্যক্রমকে ত্বরান্বিত করতে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল (২৯ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর শুলকবহর এলাকায় শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিনহাজুল হক সাকিব ও মুরাদপুর এলাকায় পশ্চিম ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা দুর্জয় আচার্য্যরে ব্যবস্থাপনায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা ও বিনামূল্যে ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ক্যাম্পেইন। এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শেখ সরফুদ্দীন সৌরভ। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সাইফুল মান্নান শিমুল, মোস্তাক আহমেদ, পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসাইন, বায়োজিদ থানা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য শাহ নেওয়াজ জিসান, নাফিজ লতিফ মাহির, ছাত্রলীগ নেতা শান্ত দত্ত, আহাদ চৌধুরী, জিয়া উদ্দিন আশেক, সামির আলম, আরমান তামিম, চৌধুরী সেজান, মাঈন উদ্দীন, বিজয় বড়ুয়া, ফাহিম আল ফারাবী, রেজাউল হক ও মো. দিনাজ প্রমুখ।

বক্তারা বলেন, করোনা ভাইরাসকে চিরতরে নির্মূল করতে জনবান্ধব সরকার পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করছেন। আর কাজে উদ্বুদ্ধকরণে ছাত্রলীগ ভুমিকা অনন্য।