জেলের জালে সাগরের সবচেয়ে দ্রুতগতির মাছ সেইল ফিশ

মেঘনা নদীতে প্রায় ২২ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এই মাছটিকে আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি। বিশেষজ্ঞরা মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন। তবে মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় এটিকে স্থানীয়ভাবে পাখি মাছ বলছে মানুষ। গতকাল শুক্রবার রাতে মো. রিপন মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ৩৫০ টাকা কেজি দরে সাড়ে সাত হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

প্রায় সাত ফুট লম্বা মাছটি গতকাল দিবাগত মধ্যরাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারির হাটের জারির দোনা মাছঘাট এলাকায় বিক্রি করা হয়েছে। নতুন এ মাছটি দেখে উৎসুক অনেকে ভিড় করছে। সফিকুর রহমান নামের এক ব্যবসায়ী এত বড় পাখনাওয়ালা মাছ দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মাছটি আগে কখনো দেখিনি। এটি দেখতে পাখির মতো। কিনতে তো আর পারব না, তাই মন ভরে দেখছি পাখি মাছটি।’