রাউজান সড়কে যতক্ষন প্রশাসন ততক্ষন লকডাউন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সড়কে যতক্ষন প্রশাসন ততক্ষন লকডাউন কঠোর বিধিনিষেধ অমান্য করে রাউজানের বিভিন্ন সড়কে চলছে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল । করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ার পর গত ২৩ জুলাই শুক্রবার ভোর ৬ টা থেকে ১৪ দিন ব্যাপী কঠোর বিধিনিষেধ দিয়ে লকডাউন ঘোষনা করা হয় । ২৩ জুলা শুক্রবার থেকে কঠোর বিধি নিষেধ শুরু হওয়ার পর রাউজানে যাত্রী বাহি বাস, পন্যবাহি ট্রাক চলাচল বন্দ্ব থাকলে ও রাউজানের বিভিন্ন সড়কে কঠোর বিধিনিষেধ অমান্য করে সড়কে চলাচর করছে সিএনজি অটোরিক্সা, মোটর সাইকেল । জরুরী সেবার আওতায় খাদ্য, ঔষধ, চিকিৎসক, রোগী, ব্যাংক কর্মকর্তা ও কমচারী, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারী পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ব্যতিত আর কোন যানবাহন চলাচল করা নিষিদ্ব করা হয় । কঠোর বিধিনিষেধ অমান্য করে রাউজানের বিভিন্ন সড়কে চলাচল করছে সিএনজি অটোরিক্সা, মোটর সাইকেল । এছাড়া কঠোর বিধিনিষেধ অমান্য করে রাউজানের বিভিন্ন এলাকায় ধর্মীয় মাহফিলের আয়োজন করছে কতিপয় ব্যক্তি । কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে রাউজানের হলদিয়া ভিলেজ রোড, হজরত এয়াসিন শাহ সড়ক, শহীদ জাফর সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, চিকদাইর সাহেব বাড়ী সড়ক, গহিরা অদুদিয়া সড়ক, ইছাপুর সড়ক, খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরী সড়ক, গহিরা জামতল সড়ক, হিংগলা মুছা শাহ সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক সেকসন -২, কাগতিয়া মাওলানা রুহুল আমিন সড়ক, ডোমখালী সড়ক, মগদাই ডাঃ রাজামিয়া সড়ক, নোয়াপাড়া চৌধুরী হাট সড়ক, নোয়াপাড়া কচুখাইন সড়ক, নেয়াপাড়া উভলং সড়ক, গশ্চি মোহাম্মদ জমা সড়ক, পাচঁখাইন লাম্বুর হাট সড়ক, পুর্ব রাউজান সুলতানুল আউলিয়া সড়ক, পুর্ব রাউজান রশিদের পাড়া সড়ক, জলিল নগর বাস ষ্টেশন আইলী খীল সড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক সমুহে চলাচল করছে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল । কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা র‌্যব, পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় সড়কে অভিযান চালানোর সময়ে যে স্থানে অভিযান করেন ঐ স্থানে সি, এনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চলাচল কমে গেলে ও অভিযানের পর পর আবারো সড়কে সি, এনজি, অটোরিক্সা ও মোটর সাইকেল চলাচল সরব হয়ে উঠে । রাউজান উপজেলঅ নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ সমকালকে বলেন, গত ২৩ জুলাই শুক্রবার রাউজানে অভিযান চালিয়ে কঠোর বিধিনিষেধ অমান্য করায় ১৫ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয় । গতকাল ২৪ জুলাই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে রাউজানের ফকির হাট বাজার, মুন্সির ঘাটায় অভিযান চালিয়ে কঠোর বিধিনিষেধ অমান্য করে সড়কে সিএনজি অটোরিক্সা ও মোটর সাইকেল চালানোর অপরাধে ৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ সমকালকে আরো বলেন, কঠোর বিধিনিষেধ মেনে রাউজানে যাত্রীবাহি বাস ও ট্রাক চলাচল বন্দ্ব রাখা হলে ও সিএনজি অটোরিক্সা চালক ও মালিকেরা বিধিনিষেধ অমান্য করে সড়কে সিএনজি অটোরিক্সা চালাচ্ছেন । এছাড়া ও রাউজানের বিভিন্ন এলাকায় সড়কে বিধিনিষেধ অমান্য করে সড়কে মোটর সাইকেল চালানা হচ্ছে ।