মোবাইল নির্ভরতা কমান, মন্ত্রীদের নির্দেশ মমতার

পেগাসাস কেলেঙ্কারির প্রেক্ষিতে রাজ্যের মন্ত্রীদের মোবাইল ফোন নির্ভরতা কমাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, সরকারি অফিসারদের নির্দেশ দিতে অথবা জনসংযোগ করতে সামনাসামনি কথা বলুন। তিনি নিজে মোবাইল ফোন ব্যবহার একদম সীমিত করে ফেলেছেন জানিয়ে মমতা বলেন, আমার ফোনেও স্পাইওয়্যার ঢোকানো হয়েছিল। তাই প্রতিবাদে ফোনটা লিকোপ্লাস্ট দিয়ে মুড়িয়ে রেখেছি। তিনি মন্ত্রীদের বলেন, মেসেজ বা ফোন নয়, যে কোনও নির্দেশ দিন সামনাসামনি কথা বলে। তিনি দপ্তরের ফাইল ইত্যাদি সুরক্ষায় রাখার নির্দেশও দিয়েছেন। মমতা বলেন, কোথায় কে আড়ি পেতে রয়েছে কেউ জানে না। তাই নিজের সাবধানতা নিজেকেই করতে হবে।মন্ত্রীরা সকলেই মোবাইল ফোনে নির্দেশ দেয়া বন্ধ করছেন। কিছু মন্ত্রী তো ফোন ধরতেনই না, এবার অন্যরাও সেই দলে সামিল হলেন।