কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে সাবেক ছাত্রলীগ নেতা নাসিম আহমদ সোহেলের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়ছে।
শুক্রবার (২৯ মার্চ) কালো ব্যাচ ধারণ, কবর জেয়ারত, স্মরণ সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।
নগরের জেলা পরিষদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো সালাউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মকসুদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. হেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা আসিবুর আলম আসিফ, সৈয়দ গিয়াস উদ্দিন, মঈনুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাশেদুল আরেফিন জিসান, এস এম কামাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০১৬ সালে ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্য দিবালোকে চিহ্নিত সন্ত্রাসীরা নাসিম আহমদ সোহেলকে চুরিকাঘাত করে হত্যা করে। অথচ হত্যাকারীরা এখনও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে।
সভায় সোহেলের খুনীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।