রাউজানে কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত 

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশু হাট বসাতে সরকারের দেওয়া সিদ্বান্ত ছিল সামাজিক দুরত্ব বজায় রেখে পশুর হাটে কোনা কাটা করা । পশুর হাটে ক্রেতা ও বিক্রেতা, পশুর হাটের আয়োজন কারীর নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মুখে মাক্স রাখা, বাজারে হ্যান্ড স্যনিটেজারের ব্যবস্থা রাখা । সরকারের বিধি নিষেধকে উপেক্ষা করে রাউজানে কোরবানীর পশুর হাটে গরু ছাগল কেনাকাটা চলছে । ১৬ জুলাই শুক্রবার রাউজানের হলদিয়া ফকির টিলা বাজার, ডাবুয়ার হিংগলা মুছা শাহ বাজার, চিকদাইর হক বাজার, নোয়াপাড়া চৌধুরী হাটে পশুর হাট বসে । পশুর হাটে অধিকাংশ ক্রেতা ও বিক্রেতাদের মুখে নেই মাক্স । পশুর হাটের আয়োজনকারীরা রাখেনি হ্যান্ড স্যনিটেজারের ব্যবস্থা । ১৬ জুলাই শুক্রবার বিকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় হলদিয়া ফকির টিলা বাজার, ডাবুয়ার মুছা শাহ বাজারে অভিযান চালায় । অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় জরিমানা আদায় করা হয় । অপরদিকে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন সহ রাউজান থানার পুলিশের একটি দল রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট বাজারে যায় । চৌধুরী হাট পশুর হাটে অধিকাংশ ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্য বিধি অমান্য করে বাজারে কেনাকাটা করতে দেখে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন ও নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া সহ পুলিশ সদস্যরা চৌধুরী হাট পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাক্স বিতরন করেন। ক্রেতা ও বিক্রেতাদের হাতে হ্যান্ড স্যনিটেজার লাগিয়ে দেয় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হলদিয়া ফকির টিলা বাজার ও ডাবুয়ার হিংগলা মুছা শাহ বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৭জন থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়