মীরসরাই এসোসিয়েশন, জেদ্দা

আবু সাঈদ ভূঁইয়া, মিরসরাই::
সৌদি আরবের জেদ্দায় বসবাসকারীদের সংগঠন মীরসরাই এসোসিয়েশন, জেদ্দা’র উদ্যেগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৮মার্চ) রাতে জেদ্দাস্থ সরাফিয়ার রোলেক্স হোটেলে মীরসরাই এসোসিয়েশন-জেদ্দা’র সভাপতি নজরুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী বেলায়েত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি‘র ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী।
মাঈনুল ইসলাম রুবেল ও রেজাউল করিম রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, বঙ্গবন্ধু পরিষদ সৌদি আরবের সভাপতি মোহাম্মদ ইসমাঈল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাদেক হোসেন, সহ সভাপতি জাহেদুল ইসলাম।
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন বীরত্বগাথা তুলে ধরেন।
অনুষ্ঠানে মীরসরাই এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম এবং মরহুম আবু ছালেক এর স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকলেই মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহপাকের কাছে মুনাজাত করেন।

পরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সৌদি আরবের জেদ্দায় কর্মরত তিন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন মীরসরাইয়ের ১৬নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের প্রয়াত কৃতি সন্তান, মীরসরাই এসোসিয়েশন-জেদ্দার সাবেক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম (মরনোত্তর), মিরসরাইয়ের নিজামপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ফয়েজ উল্যাহ ও মিরসরাইয়ের ওসমানপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন।
অনুষ্ঠানে জেদ্দায় বসবাসকারী মীরসরাইয়ের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ ছাড়াও বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ যোগদান করেছেন।