৪৬ লাখ টাকা চুরি: হেলমেট পরিহিত যুবক গ্রেফতার

 পেকুয়া প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় বিকাশ এজেন্ট কার্যালয়ের ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনায় শাহেদুল ইসলাম (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাত ১১টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহেদুল ইসলাম চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে। শাহেদুলকে সোমবার বিকেলে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। এরপর পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। র‌্যাব ও পুলিশ জানায়, বিকাশ এজেন্ট কার্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও আগে গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তি অনুযায়ী শাহেদুলকে গ্রেফতার করা হয়। শাহেদুল সেই ব্যক্তি যিনি মাথায় হেলমেট পড়ে বিকাশ কার্যালয়ে ঢুকে সাড়ে ৪৬ লাখ টাকা চুরি করেন। টাকা চুরির পর তিনি চকরিয়া চলে যান। এরপর অন্যদের মধ্যে চুরির টাকা ভাগ বাটোয়ারা করে নেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, এর আগে ২ জনকে গ্রেফতারের পর শাহেদুল গ্রেফতার করে। সোমবার বিকেলে তাকে চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।