কুতুবদিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

লিটন কুতুবী:

কুতুবদিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভা সোমবার (১২ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোঃ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্হিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার, স্বাস্হ্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাষ্টার আহমদ উল্লাহ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আ,স,ম শাহরিয়ার চৌধুরী,দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ আকতার হোছাইন, কৈয়ারবির ইউপির চেয়ারম্যান জালাল আহমদ, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আ,ন,ম শহীদ ছোটন, প্রাণী সম্পদ কর্মকর্তা লেলিন দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ নাহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কফিল উদ্দিন কবির, কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিজামী, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিগারুন্নেছা, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা ইলিয়াছ রেজা, জাইকার ইনচার্জ জামাল উদ্দিন, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে, লিটন কুতুবী, আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধনচরণ নাথ, দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবদুচ ছাত্তার, উপজেলা কৃষি অফিসের প্রতিনিধি মোঃ মিজবাহ উদ্দিন, মহিলা বিষয়ক প্রশিক্ষক মোঃ জাকের হোছাইন জনস্বাস্হ্য প্রকৌশলী অফিসের প্রতিনিধি রাজীব শীল।
উক্ত আইনশৃংখলা কমিটির আলোচনা সভায় করোনা মহামারী পরিস্হিতি নিয়ন্ত্রণ ও আইনশৃংখলা বজায় রাখা জন্য উপজেলা প্রশাসন,পুলিশ,নৌবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। কুতুবদিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে রেপিট এন্টিজেন করোনা টেষ্ট ১৩ জুলাই থেকে করা যাবে বলে স্বাস্হ্য কর্তা নিশ্চিত করেন। স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য প্রতিটি এলাকায় মানুষ মাস্ক পরিধান বাধ্যতামুলক করা জন্য অনুরোধ করেন। স্কুল কলেজ বন্ধ থাকায় যুব সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। এ দিকে খেয়াল রাখতে হবে। হাসপাতালে,অফিস পাড়ায়, স্কুল কম্পাউন্ডে পর্যাপ্ত পরিমান আলোর ব্যবস্হা করার অনুরোধ করেন। স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য প্রতিটি মসজিদে খতিবদের স্বাস্হ্য সচেতনতা আলোচনা করার জন্য ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দেন। আগামী ১৪ জুলাই সরকার ঘোষিত নির্দেশ আসলে নির্দিষ্ট জায়গায় দুরত্ব বজায় রেখে গরুর হাট বসা যাবে। গরুর বাজারে জাল টাকা ধরার জন্য বুথ বসানো হবে। ঘাট পারাপারে প্রশাসনের নিয়ন্ত্রন রয়েছে। ডাকাত ও ইয়াবাকাবারীদের ব্যাপারে কোন ধরণের আপোষ নেই বলে ওসি, ইউএনও একই সুরে সভায় নিশ্চিত করেন।