আগুন নিয়ন্ত্রণে আসেনি, উদ্ধারে সেনা-নৌ-বিমানবাহিনী

বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

অক্লান্ত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস। ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে ইতোমধ্যেই যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কয়েকটি ইউনিট।

পাশের একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে আগুনের তীব্র ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়েছে। ধোঁয়া থেকেও এখন বড় ধরনের ঝুঁকি দেখা দিয়েছে। উদ্ধারকারীরা মাস্ক লাগিয়ে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে, আগুনে নেভাতে নৌবাহিনীর দু’টি হেলিকপ্টার ঘটনাস্থলে গেছে। হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে চক্কর দিচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কয়েকটি ইউনিট আগুন নেভাতে এবং আটকে পড়াদের উদ্ধারে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করছেন।