নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে কাপ্তাইয়ে ইউএনও’র মোবাইল কোর্ট দেখে ভূ-দৌড় দিলেন জনতা। শুক্রবার (২ জুলাই) বিকেল ৫ টার পর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট, কেপিএম মেটারনিটি সেন্টার খেলার মাঠ এবং রেশমবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এসময় বিজিবি সদস্য, পুলিশ সদস্য এবং কাপ্তাই উপজেলা স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। এরআগে ওইদিন বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত উপজেলা সদর বড়ইছড়ি বাজার হতে কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান মোবাইল কোর্ট এবং করোনা সচেতনতায় প্রচার প্রচারনা করেন। পর্যায়ক্রমে ইউএনও ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়া, দোলন্ন্যা পাড়া, বটতলী পাড়া, সাফছড়ি, তম্বপাড়া এবং ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট, কেপিএম কলাবাগান, সিনেমা হল এলাকা, কলাবাগান, মিশন এলাকা এবং রেশম বাগান এলাকায় মোবাইল কোর্ট এবং প্রচার প্রচারনা চালায়। এসময় সরকারি আদেশ অমান্য করে অহেতুক বাহিরে ঘোরাফেরা করা ও হোটেলে বসিয়ে খাবার খাওয়ানো সহ বিভিন্ন অভিযোগে দন্ডবিধি ১৮৮ ধারা মোতাবেক ১৫ টি মামলায় সর্বমোট ১৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, সাবেক সাধারণ সম্পাদক স্কাউটস লিডার ট্রেইনার (এলটি) হাবিবুল হক, কাব লিডার লিটন চন্দ্র দে, উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলামসহ ৪১ বিজিবির সদস্য এবং পুলিশ সদস্যরা সহায়তা করেন











