আহত চকবাজার থানা যুবদল নেতা শহিদুল করিম শহীদকে দেখতে গিয়ে ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী বৃহস্পতিবার থেকে সরকার শাটডাউনের সিদ্ধন্ত নিয়েছে। কিন্তু কোন গরিব- অসহায় -দিনমজুর মানুষ যেন জীবিকা থেকে বঞ্চিত না হয় সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। লকডাউন এখনো চলছে ফলে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছু আজ ঊর্ধ্বগতি আর শাটডাউন দিলে কী অবস্থা হবে তা বোধগম্য নয়। সরকারের দুর্নীতি আজ সারা দেশকে গ্রাস করেছে। দুর্নীতি-দুঃশাসন ও প্রশাসনের উদাসীনতা কারণে মজুদকারীরা জিনিসপত্রের দাম দ্বিগুণ হারে বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ ও মধ্যবিত্তের পরিবারের অবস্থা খুব শোচনীয়।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, করোনা পরিস্থিতির মধ্যে আমাদের সকলকে সচেতনার সাথে চলাফেরা করতে হবে। এছাড়াও পরিবার-পরিজনকে করোনা ঝুঁকি থেকে এড়াতে তাদেরকে ঘর থেকে বের হলে মাস্ক পরিধানে বাধ্য করতে হবে এবং নিজেও ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করতে হবে। তিনি আজ দুপুরে চকবাজার থানা যুবদল নেতা আহত শহিদুল করিম শহীদকে দেখতে গেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা গাজী মোঃ সিরাজ উল্লাহ, মোহাম্মদ মহসিন, সালাউদ্দিন কায়ছার লাভু,হাসান চৌধুরী ওসমান, খাইরুজ্জামান জুনু, নগর যুবদল নেতা এমদাদুল হক বাদশা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, আসাদুর রহমান টিপু, বিএনপি নেতা মোঃ রঞ্জু মিয়া, জাহেদুল হক জাকু,মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ টিটু, মোঃ পারভেজ, মোঃ শাহিন, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন জিতু মোঃ আলমগীর, মোহাম্মদ জসিম, মোঃ আব্দুস সোবাহান, নুরুল করিম বাপ্পি, মোঃ রাসেলসহ প্রথম নেতৃবৃন্দ।










