অধ্যাপক মোহাম্মদ আলী ছিলেন নানা গুণে গুণান্বিত

সাদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে ৩ দিনের শোকসহ নানা কর্মসূচি পালন করেছে সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এ গুণী শিক্ষকের স্মরণে তাঁর কর্ম ও জীবন নিয়ে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

রোববার (২৭ জুন) সকালে উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণসভায় যুক্ত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

স্মরণসভায় বক্তারা বলেন, অধ্যাপক মোহাম্মদ আলী ছিলেন নানা গুণে গুণান্বিত। তিনি ছিলেন এক প্রতিভাবান ব্যক্তিত্ব। যা অন্যদের জন্য অনুকরণীয় । তিনি শুধু গুণী শিক্ষকই ছিলেন না একইসঙ্গে দক্ষ প্রশাসকও ছিলেন। তিনি যে সকল প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন সবখানেই তাঁর বহুমুখী জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। সত্যিকার অর্থে কিছু মানুষের শূন্যতা কখনো পূর্ণ হয়না। তাঁর দক্ষ নেতৃত্ব, সুশাসন ও ভালোবাসায় সাদার্ন ইউনিভার্সিটিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তিনি কর্মে বেঁচে থাকবেন হাজারো মানুষের হৃদয়ে।

স্মরণসভা শেষে প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।