বোয়ালখালীতে হামলা-ভাঙচুর মামলায় দুই আসামী গ্রেফতার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বসতবাড়ীর সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলা চালিয়ে ইমাম শরীফ (৩৬) নামের এক যুবককে আহত করার ঘটনায় এজাহার নামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চর গ্রাম থেকে মো. আবু তৈয়বের ছেলে তৌহিদ (৩০) ও নুরুল হকের ছেলে মো. নেওয়াজ (৩০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। জানা গেছে, গত ২৪ জুন সকালে জায়গা জমির বিরোধের জেরে সারোয়াতলী ইমামুল্লার চর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে ইমাম শরীফকে মারধর করে আহত করে আসামীরা। এসময় সিরাজুল ইসলামের বসতবাড়ীর সীমানা প্রাচীর ভাঙচুর ও গাছপালা কেটে নিয়ে যায় আসামীরা। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন।