রাউজান পৌরসভাকে ১২টি রিক্সাভ্যান দিলেন ব্যবসায়ী নুরুল আলম

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন শহর হিসাবে গড়ে তোলার জন্য ১২টি নতুন রিক্সাভ্যান দিলেন মিমাস কর্পেরেশনের মালিক ব্যবসায়ী নুরুল আলম। গতকাল ২৫ জুন শুক্রবার বিকালে ব্যবসায়ী নুরুল আলম ময়লা আর্বজনা পরিস্কারের কাজে ব্যবহারের জন্য ১২টি নতুন রিক্সাভ্যান গাড়ি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে তুলে দেয় পৌরসভার কার্যলয়ের সামনের মাঠে । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, শওকত হাসান চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আকতার, জেবু নেচ্ছা, জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবুল প্রমুখ । রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ পৌরসভার পরিচ্ছনতার জন্য ব্যবসায়ী নুরুল আলম ১২ টি রিক্সা ভ্যান প্রদান করায় তাকে অভিনন্দন জানান ।