হালদা নদীর নয়াহাট কুমে চত্বর

গড়দুয়ারা ইউনিয়নের হালদা নদীর নয়াহাট কুমের (নদীর বাঁক) পাড়ে সুন্দর একটি চত্বর নির্মাণ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন।

শুক্রবার (২৫ জুন) বেলা ১১টায় নয়াহাট এলাকার হালদা পাড়ে সংবাদকর্মীদের নিয়ে চা-চক্রে মিলিত হয়ে চত্বরটির উদ্বোধন করেন ইউএনও।

তিনি জানান, প্রতিবছর হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ার খবর পেয়ে সংবাদকর্মীরা তথ্য ও ছবি সংগ্রহ করতে আসেন। নিয়মিত আসেন হালদা গবেষক, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ভিআইপি ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অথচ হালদা পাড়ে সুনির্দিষ্ট কোনো বসার স্থান বা ঠিকানা ছিল না। ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতেন। গত ২ বছর তা দেখে হালদা পাড়ের নয়াহাট কুম এলাকায় মনোমুগ্ধকর হালদা চত্বর নির্মাণ করা হয়েছে।

এ চত্বরে বসে সংবাদকর্মীরা তথ্য ও ছবি সংগ্রহের পাশাপাশি শুধু হালদা নদী সংক্রান্ত যেকোনো সভা করতে পারবেন। যেখানে একসঙ্গে কমপক্ষে ৩০-৪০ জন বসতে পারবেন।