করোনায় মা ও শিশু হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে দিনার জেবিন (৩৫) নামের এক চিকিৎসক মারা গেছেন। আজ শুক্রবার সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

দিনার জেবিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক মো. নুরুল হক বলেন, করোনা পজিটিভ হয়ে তিনি দুই সপ্তাহ ধরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের হিসাবে এ নিয়ে সারা দেশে ১৫৭ চিকিৎসক করোনায় মারা যান। এ ছাড়া তিনজন দন্ত চিকিৎসকও মৃত্যুবরণ করেছেন করোনায়।