বিরল কীর্তির সামনে সানিয়া মির্জা

গত অলিম্পিকে রিও ডি জেনিরোয় অল্পের জন্য পদক হাতছাড়া হয় সানিয়া মির্জার। অধরা অলিম্পিক পদকের জন্য আরো একবার প্রস্তুত হচ্ছেন ভারতের টেনিস সুন্দরি। ২৩শে জুলাই থেকে শুরু হতে যাওয়া টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন সানিয়া। টোকিওর টেনিস কোর্টে নামলেই ইতিহাস গড়বেন তিনি। ভারতের নারী খেলোয়াড় হিসেবে প্রথমবার চারটি অলিম্পিকে খেলার রেকর্ড গড়বেন সানিয়া।

বয়স ৩৪ পেরিয়েছে ডাবল ও মিক্সড ডাবলসে ৬টি গ্র্যান্ড স্লামজয়ী সানিয়ার। এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। কবে থামবেন নিজেও জানেন না। তিনি বলেন, ‘বয়স ৩০ ছাড়িয়েছে।

এরপরও আমি এই পর্যায়ে। কতদিন খেলা চালিয়ে যাবো তা জানি না। আমি প্রতিটা দিন ধরে এগিয়ে যাই। নিজের উপর বিশ্বাস রাখাটাই গুরুত্বপূর্ণ।’

২০১৬ সালে ব্রাজিলের রিওতে অলিম্পিক গেমসের মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠেছিলেন সানিয়া। রোহান বোপান্নাকে সঙ্গে নিয়ে উতরাতে পারেননি সেমিফাইনালের বাধা। হেরে যান ব্রোঞ্জ মেডেল ম্যাচের লড়াইয়েও। অলিম্পিক পদকের দুঃখ এখনো ভুলতে পারেননি সানিয়া। তিনি বলেন, ‘সেদিন খুব কাছে গিয়েও পদক জিততে পারিনি। ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন ছিল ওটা।’

প্রথম ভারতীয় নারী হিসেবে বিরল অর্জনের সামনে সানিয়া মির্জা। সেই রোমাঞ্চ ছুঁয়ে গেছে তাকে। টোকিওতে সানিয়া ডাবলসে জুটি বাধবেন অঙ্কিতা রায়নার সঙ্গে। ইতিহাস গড়তে চলা সানিয়া বলেন, ‘সারা বিশ্বে যেখানেই খেলতে যাই, ভারতকেই প্রতিনিধিত্ব করি। কিন্তু অলিম্পিকে খেলাটা গর্বের। সেখানে দেশের প্রতিনিধিত্ব করা যে কোনও খেলোয়াড়ের স্বপ্ন। আমি জানি এ বারের টোকিও অলিম্পিকে খেলতে নামলে আমি হব একমাত্র ভারতীয় নারী যে সব চেয়ে বেশি অলিম্পিক খেলবে।’

গত মার্চে দুবাই ওপেনে খেলার পর বিরতিতে ছিলেন সানিয়া। এরপর গত বুধবার কোর্টে নেমেছিলেন ইস্টবোর্ন ইন্টারন্যাশনাল টেনিসের ডাবলসে। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন তিনি। অলিম্পিকে নামার আগে সানিয়া খেলবেন উইম্বলডন ডাবলসে। ২০১৫ সালে উম্বলডনের ডাবলসে শিরোপা জিতেছিলেন তিনি।