রাউজানে আওয়ামী লীগের প্রতিষ্টাবার্ষিকী পালিত

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয় ।

২৩ জুন রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্টিত হয় । আলোচনা সভায় টেলিকনফানেন্সে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । অলেঅচনা সভায়ং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর কাজী ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী, স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন । রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহসভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাহাজাহান, আওয়ামী লীগ নেতা এস এম বাবর, মাহাবুল আলম, তসলিম উদ্দিন, আলহাজ¦ নুরুল আমিন, স্বপন বড়ুয়া, চেয়ারম্যান সাহাবু উদ্দিন আরিফ, আবদুল জব্বার সোহেল, আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, তসলিম উদ্দিন চৌধুরী, নুরুল আবছার বাশি, সরোয়ার্দি সিকদার, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, আহসান হাবিব চৌধুরী, আবু সালেক, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিপলু, অনুপ চক্রবর্তী, আশিফ প্রমুখ। সভা শেষে অসুস্থ রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করা হয় । দোয়া মাহফিলে কাজী আবদুল ওহাবের রোগমুক্তি কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী ।