রাউজান পৌরসভা হবে আধুনিক পৌরসভা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভাকে আধুনিক পৌরসভা গড়ে লক্ষ্যে পৌর সদরের মার্কেট, বাসাবাড়ির ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলরগণ, ব্যবসায়ী ও বাসাবাড়ির লোকজনের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

২৩ জুন বুধবার বিকালে রাউজান পৌর মাঠে ডাস্টবিন বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন তরুণ আ.লীগ নেতা ও এবি এম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরী। রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলুর সঞ্চালনায় ডাস্টবিন বিতরণ অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যালেন মেয়র বশির উদ্দিন খাঁন, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশগুপ্ত, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জান্নতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আবু ছালেক, দিপলু দে দিপু, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদারসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। পরে পৌর এলাকার দরিদ্র পরিবারের মধ্যে নায্যমুল্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।