দক্ষিণ জেলা শ্রমিক লীগ

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রগতিশীল, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, ঐতিহ্যবাহী সংগঠন , গৌরব, সংগ্রাম,উন্নয়ন ও অর্জনে বাংলাদেশ আওয়ামীলীগ”র ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের উদ্যোগে হল-২১ এ আজ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ বলেন, “বাংলাদেশ, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী দিনে আরো শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের যথার্থ মূল্যায়ন এর কোন বিকল্প নেই।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কর্ণফুলী থানা যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারী মেম্বার, কর্ণফুলী উপজেলা যুবলীগ নেতা আবদুর নূর তুষার,অলি আহমেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম ,কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম টুটুল, কর্ণফুলী থানা সাবেক ছাত্র লীগের সহ-সভাপতি এরফান মাসুদ, কর্ণফুলী উপজেলা শ্রমিক লীগের নেতা জালাল উদ্দিন বাপ্পি, এনামুল করিম, আকরাম মাহমুদ, নুরুন্নবী বাঙালি, চরলক্ষ্যা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এমরান, চরপাথরঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজগর আল পাপ্পু, কর্ণফুলী উপজেলার ছাত্রলীগ আহবায়ক  কমিটির সদস্য রাভেল মাহমুদ, গিয়াস উদ্দিন সাব্বির, সাইফুল, জাবেদ, নাঈম, আরিফ, তৈয়ব, সুমন সহ আরো অনেকে।