আবু ত্ব-হাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ

আটদিন নিখোঁজ থাকার পর প্রকাশ্যে আসা ইসলামি বক্তা আবু ত্ব-হাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। তার দুই সঙ্গীকেও ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে তাকে হস্তান্তর করা হয়।

আদালতে বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তারা পরিবারের কাছে ফিরে যান। আদনানের মা ও মামার জিম্মায় তাকে হস্তান্তর করেছে ডিবি পুলিশ।