২০ জুন রাউজানে ৪৮৮ ভুমিহীন পরিবারের গৃহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আগামী ২০ জুন রাউজানে সরকারী খাসঁ জমিতে ভুমিহীন পরিবাকে পুনঃবাসনের জন্য প্রধানমন্ত্রী কার্যলয়ের নির্দেশনায় রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর পরামর্শে রাউজান উপজেলা প্রশাসন কতৃক নির্মান করা ৪শত ৮৮ টি নব নির্মিত ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা । ৪শত ৮৮ টি ঘরে ৪শত ৮৮ টি ভুমিহীন পরিবারকে দেওয়া হবে । ভুমিহীন পরিবারকে পুনঃবাসনের জন্য নব নির্মিত ঘর গুলোতে পানি সংকট নিরসনে বসানো হয়েছে গভীর নলকুপ, বিদ্যুৎ লাইনের সংযোগ প্রদান করা হয়েছে । প্রধান মন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর পর রাউজানে ৪শত ৮৮ টি ভুমিহীন পরিবারের মধ্যে জমির দলিল ও নব নির্মিত গৃহের চাবী প্রধান করা হবে । ভুমিহীন পরিবারের সদস্যদের নব নির্মিত গৃহে পুনঃবাসন করার পর তাদের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য উপজেলা কৃষি বিভাগ, উপজেলা সমবায় অফিস, উপজেলা মৎস অফিস, উপজেলা যুব উন্নয়ন ও আমার বাড়ী আমার খামার প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হবে । নব নির্মিত গৃহে পুনঃবাসন করা ভুমিহীন পরিবারের সদস্যদের জন্য মসজিদ, ছেলে মেয়ের জন্য খেলাধুলার জন্য পার্ক নির্মান ও যে সব আশ্রয়ন প্রকল্পে পাশে বিদ্যালয় নেই সে সব আশ্রয়ন প্রকল্পের মধ্যে বিদ্যালয় নির্মান করা হবে । গতকাল ১৭ জুন বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে হলদিয়া ধইল্যা টিলায় নব নির্মিত আশ্রয়ন প্রকল্পে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ একথা বলেন । সংবাদ সম্মেলনে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ আরো বলেন, সরকারী উদ্যোগের পাশাপাশি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী জমি আছে ঘর নেই এই সব পরিবারের সদস্যদের ৫০টি সেমি পাকাঘর, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল ২টি সেমি পাকাঘর, রাউজান অফিসার্স ক্লাব ১টি সেমিপাকাঘর, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি -২ ১টি সেমি পাকাঘর নির্মান কওে দিয়েছেন ।বেসরকারী উদ্যোগে নির্মান করা ৫৪টি সেমি পাকা ঘরে দরিদ্র পরিবারের সদস্যরা তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন । সংবাদ সম্মেলনে আর ও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, উপজেলা মৎস অফিসার পিযুষ প্রভাকর, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ,চেয়ারম্যান শফিকুল ইসলাম ।