স্বাধীনতা দিবসে বিনামূল্যে পার্ক ভ্রমণের সুযোগ

স্বাধিনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মালিকানাধীন সকল পার্ক ২৬ মার্চ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিনামূল্যে সকলে পার্কে ভ্রমণের এ সুযোগ গ্রহণ করতে পারবেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এমন কর্মসূচি বাস্তবায়ন করছে চসিক।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা। চসিকের মালিকানাধীন পার্কগুলো হল, আগ্রাবাদ শিশু পার্ক, কাজির দেউড়ি শিশু পার্ক, লালদিঘী ও জাতিসংঘ পার্ক।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও কর্পোরেশনের সকল পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দেয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু শিশুদের জন্য নয়, সকল বয়সীদের জন্য পার্ক উন্মুক্ত থাকবে।

এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চসিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কাল সকালে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ৬টা ৩০ মিনিটে কর্পোরেশন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় চসিক পরিচালিত স্কুল কলেজের গাইড, স্কাউট, রোভার, রেঞ্জার এবং ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, বিকাল ৩ টা ৩০ মিনিটে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মহান স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান, একই স্থানে বিকাল ৪ টায় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে।

উক্ত কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

-সিভেয়স/এস