রাউজান পৌরসভায় বিরোধ নিস্পত্তি বোর্ড উদ্বোধন 

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রাউজান পৌরসভায় গঠন করা হয়েছে বিরোধ নিষ্পত্তি বোর্ড। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের আদলে এই বোর্ড রাউজান পৌরবাসীর বিরোধ নিষ্পত্তি করবে। রাউজান পৌরসভার নিচ তলায় একটি নির্দিষ্ট কক্ষে বিরোধ নিষ্পত্তি কার্যক্রম পরিচালিত হবে। বুধবার (১৬ই জুন) সকালে রাউজান পৌরসভার বসবাসরত দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির মধ্য দিয়ে উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলিসহ আরও অনেকে। সংশ্লিষ্টদের মতে, পৌরসভার বিরোধ নিস্পত্তি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন পৌর মেয়র। তিনি বিচারিক কার্য নিস্পত্তি করতে পাঁচ সদস্য মনোনীত করবেন। তারা বিরোধ নিস্পত্তি করতে স্বাক্ষ প্রমাণের ভিত্তিতে বাদী-বিবাদী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মতামত গ্রহন পূর্বক সমস্যা সমাধানে কাজ করবেন। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, উচ্চ আদালতে ন্যায় বিচার প্রাপ্তিরা জটিল মামলা নিস্পত্তি জন্য যাবে এটা স্বভাবিক প্রক্রিয়া। তবে ছোট ছোট বিরোধ গুলো পৌরসভায় নিস্পত্তি হলে আদালতের উপর অনেক চাপ কমে আসবে। এছাড়া আদালত থেকে বিজ্ঞ বিচারক অনেক নিস্পত্তি যোগ্য মামলা পৌরসভায় পাঠিয়ে দেয়। এগুলো পৌরসভার বিরোধ নিষ্পত্তি বোর্ড উভয় পক্ষকে ডেকে নিস্পত্তি করে থাকে। তিনি বলেন, অতীতে পৌরসভায় বিরোধ নিস্পত্তি বোর্ড ছিল না। ছোট-খাটো বিরোধের জন্য আদালতে যেতে হতো। সহজেই বিরোধ নিষ্পত্তি হতো না। এই অভিজ্ঞতা থেকে আমরা পৌরসভা বাসীকে সব ধরনের আইনি সহায়তা নিশ্চিত করতে বিরোধ নিস্পত্তি বোর্ড গঠন করেছি। জনগন এই বোর্ডের মাধ্যমে ন্যায় বিচার পাবে।