রাউজানের ডাবুয়া অনুন্নত সড়কগুলো শীঘ্রই উন্নয়ন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের বাইন্যার হাট থেকে শুরু হওয়া যাত্রামোহন সড়ক, অখিল সড়ক, এয়াসিন শাহ সড়ক, পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী সড়ক, সেনবাড়ী সড়ক, ডাবুয়া খোশাল তালুকদার বাড়ী সড়ক, রামনাথ পাড়া শীল বাড়ী সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক, নাগেশ^র গার্ডেন সড়ক গুলো গত তিন বৎসর পুর্বে বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হলে ও সড়কগুলো মেরামত ও কোন উন্নয়ন কাজ করা হয়নি । ফলে এলাকার সাধারন মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত চলাচল করেন । এলাকার মানুষের চরম দুর্ভোগ লাঘবে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে গত ১৫ জুন মঙ্গলবার রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালামের সাথে কথা বলে উপ সহকারী প্রকৌশলী কে নিয়ে ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়কগুলো পরিদর্শন করেন । এসময়ে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা পরাগ ধর তপু, সাবেক মেম্বার রনজিৎ দে, মেম্বার জাহাঙ্গীর আলম, মিটু শীল, শীতল শীল, যুবলীগ নেতা মোহাম্মদ আলী, মোরশেদ আলম প্রমুখ । রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর বলেন, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী ডাবুয়ায় যে সব সড়কে কয়েক বৎসর ধরে উন্নয়ন কাজ হয়নি ঐ সড়কগুলোতে উন্নয়ন কাজ করার মাধ্যমে এলাকার সাধারন মানুষের দুভোর্গ লাঘব করার জন্য সড়কের উন্নয়ন কাজ করার জন্য সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করে শীঘ্রই সড়কের উন্নয়ন কাজ করার জন্য প্রকল্প গ্রহন করার জন্য রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালামকে নির্দেশ দিয়েছেন ।