পূর্ব শত্রুতার জেরে বাঁশখালীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

বাঁশখালী উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে শাহাব উদ্দীন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম কাহারঘোনা এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, বিকেলে জালিয়াখালী নতুন বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে লইক্কাবর বাড়ির সামনে পৌঁছলে তাকে লক্ষ করে একদল দুর্বৃত্ত গুলি চালায়। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্হানীয় সরল ইউপির ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনা এলাকার ফরিদ আহমদের পুত্র শাহাব উদ্দীন (৩২) নিহত হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে

নিহত শাহবাউদ্দীন ৪ নং ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনা এলাকার ফরিদ আহমদের পুত্র বলে জানা গেছে।

নিহত শাহাব উদ্দীনের চাচাত ভাই আবু ছিদ্দীক জানান, তার চাচাত ভাই চট্টগ্রাম শহরে অটো টেম্পু চালাতেন। ২-৩ দিন আগে তিনি বাড়িতে আসেন। গতকাল উপজেলা নির্বাচনে আমার চাচাত ভাই নৌকার সমর্থীত প্রার্থীর বিরোধিতা করে। স্বতন্ত্র প্রার্থী আনারসের পক্ষে কাজ করে। অপর দিকে স্থানীয় ইউপি সদস্য জামাল নৌকা প্রার্থীর পক্ষে কাজ না করায় তার উপর ক্ষিপ্ত হয়। তবে আমি উপজেলা সদরে ছিলাম, যতটুকু শুনেছি তার ছেলে ইউপি সদস্য জামালের ছেলে ফখরুদ্দিন এবং নাছির উদ্দীন তাকে গুলি করে হত্যা করেছে।

বাঁশখালী হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মিনারা ইয়াছমিন জানান, নিহত শাহাব উদ্দীনকে গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালী হাসপাতালে আনে। তার পেটের নাড়িবুড়ি বের হয়ে যায়। তবে তাকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে বাঁশখালী থানার ওসি কামাল হোসেন হাসপাতালে ছুটে আসেন। তিনি বলেন, কি কারণে শাহাব উদ্দীনকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যাচ্ছে না।তবে যারাই হত্যা করুক না কেন শীঘ্রই তাদের কে আটক করে আইনের আওতায় আনা হবে