ইলশেগুঁড়ি বৃষ্টি জলে বর্ষা হলো শুরু

“বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে
বৃষ্টি বরণ ডালা,
রাঙ্গানো এই মনকে পরাই
বৃষ্টি ফুলের মালা।

আকাশের আজ মলিন এ মন
গোমরা দেখি ভারী!
আকাশ পাড়ে মেঘ মেয়েরা
চলছে সারি সারি।

মেঘের পাড়ে মেঘ জমেছে
রোদ দিয়েছে ডুব,
ইলশেগুঁড়ি বৃষ্টি জলে
ইচ্ছে, ভিজি খুব।”

গুড়ি গুড়ি বৃষ্টিতে আষাঢ়ের প্রথম দিন শুরু। চট্টগ্রামের আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। ১০টা থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও মৌসুমী বায়ুর প্রভাবে আজ সারাদিন থেমে থেমে এ অবস্থা চলতে পারে।

মঙ্গলবার (১৫ জুন) আবহাওয়া অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভাবে সকাল থেকে খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে। আজকে পুরোদিন আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি হতে পারে। এ সময়ের বৃষ্টিপাতের সুবিধা হচ্ছে বজ্রপাত কম হয়। কিন্তু পশ্চিমা লঘুচাপ থাকলে তবে বজ্রপাত হয়।’

এদিকে, গুড়ি গুড়ি বৃষ্টিপাতের কারণে পথচারীরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। বেশিরভাগ পথচারী ছাতা ছাড়া বের হয়ে বিপাকে পড়েছেন। অনেকে বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে গেছেন।

(নাসিমা মুক্তার কবিতা)