পেকুয়ায় জাহাঙ্গীর অালম ,উম্মে কুলসুম ও অাজিজুল হক নির্বাচিত

মোঃ ফারুক, পেকুয়া:

পেকুয়ার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন দোয়াত কলম মার্কায় অা’লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ৪ হাজার ৪ শত ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

উপজেলার ৪০ টি কেন্দ্রে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, অা’লীগের বিদ্রোহী প্রার্থী দোয়াত কলম মার্কার প্রার্থী পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম পেয়েছেন ১৭ হাজার ৭৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম পেয়েছেন ১২ হাজার ৬ শত ৬৯ ভোট, আনারস মার্কার অপর বিদ্রোহী প্রার্থী জেলা অা’লীগ সদস্য এস.এম. গিয়াস উদ্দিন পেয়েছেন ৮ হাজার ৭ শত ১৬ ভোট।

ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ১৬৭০৬ ভোট পেয়ে চশমা মার্কায় বিএনপি সমর্থক অাজিজুল হক অাজিজ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বই মার্কায় স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান ফরায়েজী পেয়েছেন ৭৫৫২। অপর প্রার্থী তালা মার্কায় উপজেলা অা’লীগ মনোনীত মেহের অালী ৫৩১৪, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন বাদশা মাইক মার্কায় ৩৭৬১, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা মোঃ কাইসার উদ্দিন উঠোজাহাজ ২১০৫, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম টিউবেল মার্কায় ১৯২৯ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জেলা অা’লীগের সদস্য উম্মে কুলসুম মিনু ফুটবল মার্কায় ১৮৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী প্রজাপতি মার্কায় হাসিনা বেগম ৯৪৪২ ভোট ও নাজনীন ফারজানা লাভলী হাঁস মার্কায় ৯৪২৭ ভোট পেয়েছেন।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপর গুলিবর্ষন করে স্থানীয় চেয়ারম্যান ওয়াসিমের অনুসারীরা। ওই সময় অাবুল হোছেন, ছাদেক, বদি, রমিজ নামের দোয়াত কলমের চার কর্মী অাহত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইনের নেতৃত্বে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি শান্ত হয়। অন্য সব কেন্দ্রে প্রশাসনের কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়।

উল্লেখ্য, ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত পেকুয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৫ হাজার ৬২০ এবং নারী ভোটার রয়েছেন ৫০ হাজার ৬৫০ জন। উপজেলায় স্থাপন করা হয়েছিল ৪০ টি কেন্দ্র।