পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই

বিশ্ব পরিবেশ দিবসে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণন্ত্রের প্রর্বতক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকার সময় দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো: শহীদুল আলম শহীদের নেতৃত্বে শহীদ জিয়ার স্মৃতি বিজরিত ঐতিহাসিক বিপ্লবী উদ্যানে নিম, আম, জাম ও সোনালু গাছ লাগানো হয়। বৃক্ষরোপনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তাই সবাই এগিয়ে আসুন এই বর্ষা মৌসুমে বেশি বেশি গাছ লাগাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। বৃক্ষ নিধন রোধ করি। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা এরশাদ উল্লাহ, আবদুস সবুর, মো: তৈয়ব, আনিসুর রহমান আনাস, আমান উল্লাহ বাবু, ফরহাদ হোসেন আশিফ, মো: হাসনাত, কায়েম উদ্দীন, মো: হেলাল উদ্দীন, মো: জিহান, মো: সামি, মো: ইয়াসিন উদ্দিন মিনহাজ সহ প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন প্রতিটি উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।