ভুমি উন্নয়ন কর অনলাইনে গ্রহন করার ব্যাপক প্রস্তুতি রাউজানে

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এখন থেকে ভুমি উন্নয়ন কর গ্রহন করা হবে অনলাইনে । অনলাইনে ভুমি উন্নয়ন কর গ্রহন করার পুর্বে জমির মালিককে তার জাতীয় পরিচয় পত্রের আইডি নম্বর ও মোবাইল নম্বর দিয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস, ইউনিয়ন ভুমি অফিস, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ডিজিট্যাল সেন্টারে রেজিষ্টেশন করতে হবে । জমির মালিক রেজিষ্টেশন সম্পন্ন করার পর ভুমি অফিসের কর্মকর্তারা তা যাচাই বাছাই করার পর । জমির মালিকেরা অনলাইনে ভুমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে । অনলাইনে জমির মালিক থেকে ভুমি উন্নয়ন কর আদায় করার জন্য রাউজানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে । গতকাল ৩ জুন বৃহস্পতিবার ব্কিালে রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে মাসিক রাজস্ব সম্মেলনে অনলাইনে ভুমি উন্নয়ন কর আদায় করা প্রসঙ্গে উপজেলার ইউনিয়ন ভুমি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যেক্তাদের নিয়ে মত বিণিময় করেন । অনলাইনে ভুমি উন্নয়ন কর আদায় সরকারের এই পদক্ষেপকে বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। সভায় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উদ্যেক্তারা ।