শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিপ্লব উদ্যানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণন্ত্রের প্রর্বতক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্দ্যোগে আজ সকাল ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্দ্ধনমিত করন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন কালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থান এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে।শহীদ জিয়া চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং চট্টগ্রামের মাটিতেই শেষ নিঃশেষ ত্যাগ করেছিলেন। চট্টগ্রামের মাটি ও মানুষের সাথে শহীদ জিয়া’র আত্মার সম্পর্ক।দেশ ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়া’র আদর্শকে বুকে ধারণ করে সকলকে এগিয়ে আসতে হবে।বীর চট্রলার জনগণ জিয়াউর রহমান ও জিয়া পরিবারের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র সহ্য করবে না।জিয়া পরিবারের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করুন। সভাপতির বক্তব্য আবু সুফিয়ান বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখান থেকে We revolt বলে স্বাধীনতা যুদ্ধের সুচনা করেছিলেন।শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়তে হবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক এনাম,জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, এডভোকেট কাসেম চৌধুরী,ব্যাংকার মোস্তাফিজুর রহমান চৌধুরী,বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, বোয়াখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন -,,আহবায়ক নুরুন নবী চোধুরী,বাঁশখালী উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আকতার ফারুখ,চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান সহ প্রমুখ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।










