শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ৭ জন আহত

আনোয়ারায় এক ক্ষ্যাপাটে শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।

শনিবার (২৯ মে) উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈয়খাইন গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুর জাহান (৫০), ছেনোয়ারা বেগম (৫৫), আশরফ আলী (৩৪), মো. সেলিম (২৬), হাশেম (৫৫), নুর আকতার (৪৫), জেসমিন (৩৮)।

আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মো. সাইফুদ্দিন।

তিনি বাংলানিউজকে বলেন, শিয়ালের কামড়ে আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কুকুরে কামড়ের মতোই শিয়ালের কামড়ে আহতদেরও ভ্যাকসিন দিতে হচ্ছে।

আহত আশরফ আলী বলেন, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা একটি শিয়াল এসে কামড়াতে শুরু করে। এসময় আরেকজন বাঁচাতে গেলে তাকেও কামড় দেয় শিয়াল।

স্থানীয় ইউপি সদস্য চাঁদ মিয়া বলেন, রাতে একটি শিয়াল গ্রামে প্রবেশ করে হঠাৎ করে নারী-পুরুষ-শিশু যাকেই সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে। পরে কয়েকজনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।