৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশালাকারের বাগাড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশালাকারের বাগাড় মাছ ধরা পড়েছে। ওই মাছটি বিক্রি করা হয়েছে ৩৯ হাজার ৩৭৫ টাকা।

শনিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়ার প্রবহমান পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ঘাটে ভিড় করেন।

পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়তে বিক্রির উদ্দেশ্যে জেলে জয়নাল মাছটি নিয়ে যায়। এসময়  ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ১২৫০ টাকা কেজি দরে কিনে নেন।

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ১২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায়  মাছটি কিনে নেই। মাছটি ১৩০০ টাকা কেজি দরে বিক্রি করবো বলে ঢাকার বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল যুগান্তরকে জানান, বর্তমানে পদ্মার ও যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।