পটকা মাছ খেয়ে দাদি ও নাতনির মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিষাক্ত পটকা মাছ খেয়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। এছাড়া এই মাছ খেয়ে একই পরিবারের আরো ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভায় উত্তর সোনাপাহাড়ের চিনকী আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফজিলা খাতুন (৬০) ও মরিয়ম নেছা (৪)।

অসুস্থরা হলেন- মরিয়ম নেছার মা বিলকিস, ভাই সাব্বির, রাব্বি, বোন ঝর্ণা, আতিয়া ও মরিয়মের মামা আমজাদ হোসেন। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জে বাজিতপুর এলাকায়।

বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বাবুল জানান, চিনকী আস্তানা রেল স্টেশন এলাকায় কয়েকটি ঘরে নিম্ন আয়ের কিছু ভাড়াটিয়া পরিবার থাকে। এদের মধ্যে অনেকে বারইয়ারহাট মাছ বাজারে জেলেদের ফেলা দেয়া মাছ খাওয়ার জন্য কুড়িয়ে আনে। বৃহস্পতিবার মরিয়ম নেছার পরিবারের কেউ বাজার থেকে ফেলে দেয়া মাছ কুড়িয়ে আনে। কুড়িয়ে আনা ওই মাছের মধ্যে থাকা পটকা মাছ (যার বৈজ্ঞানিক নাম ট্রেট্রোডন প্যাটোকা) খেয়ে শিশু মরিয়ম মারা যায় এবং পরিবারের অন্যরা অসুস্থ হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মরিয়ম ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে ফজিলা খাতুনের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শহিদুল্লাহ বলেন, পটকা মাছ খেয়ে অসুস্থ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মরিয়ম নেছা (৪) নামে এক শিশু হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।