কমরেড নুরুল কবীর কাদেরীর মৃত্যুতে শোক

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কক্সবাজার উপজেলা সদর শাখার সমন্বয়ক কমরেড মীর হোসেন এক শোক বিবৃতিতে বাসদ কক্সবাজার জেলা শাখার সদস্য ও বৃহত্তর চকরিয়া উপজেলা ছাত্রফ্রন্টের প্রথম সাধারণ সম্পাদক কমরেড নুরুল কবীর কাদেরীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে কমরেড মীর হোসেন বলেন, কমরেড নুরুল কবীর কাদেরী আজীবন শোষিত মানুষের সংগ্রামের সাথে যুক্ত থেকে বৈষম্যহীন সমাজ তথা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শোষন মুক্তির সংগ্রামের পদচারণায় এক অপূরণীয় ক্ষতি।

উল্লেখ্য, কমরেড নুরুল কবীর কাদেরী আজ, ২৬শে মে ২০২১, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।