পাহাড়তলী থানার আব্দুল আলী নগর দারুস সুন্নাহ্ আল ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের দুই ছাত্রকে পরকালের ভয় দেখিয়ে বলাৎকার করায় আজিজুর রহমান আজিজ (২৬) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ মে) বিকেলে বলাৎকারের ঘটনা স্বীকার করে আদালতে শিক্ষক জবানবন্দি দিয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাসান ইমাম।
গ্রেফতার আজিজ কক্সবাজার জেলার উখিয়া থানার বটতলী পালংখালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাসান ইমাম জানান, ইহকাল ও পরকালের ভয় দেখিয়ে কোমলমতি দুই ছাত্রকে বলাৎকার করে আসছিল আজিজুল হক। এ বিষয়ে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আদালতে পাঠানো হলে তিনি স্বেচ্ছায় বলাৎকারের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দেন।