ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য গুলিবিদ্ধ

পঞ্চম উপজেলা নির্বাচনে ৩য় ধাপে ভোটগ্রহণ শুরুর পর দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী বাংলানিউজকে বলেন, পূর্ব চন্দনাইশ এলাকার ওই কেন্দ্র দখলে নিতে এ হামলা চালানো হয়। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩ সদস্য। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, ভোটকেন্দ্র দখলে নিতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা গুলি চালালে কনস্টেবল ফরহাদ গুলিবিদ্ধ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রটিতে ভোটগ্রহণ চলছে।